১৬,৫০০ প্রাইমারি শিক্ষক নিয়ােগ ডিসেম্বরে



  পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বা , নভেম্বর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উচ্চপ্রাথমিক , উচ্চপ্রাথমিক স্কুলের শিক্ষক - শিক্ষিকা পদের টেট'এর স্কুলে শিক্ষক নিয়ােগের কথা ঘােষণা করেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী জানান , প্রায় ২০ হাজার ‘ টেট ' সফলদের আগামী দিনে দরখাস্ত নেওয়া হবে  এবং ২ মাসের মধ্যেই প্রায় ১৬,০০০ শিক্ষক নিয়োগ করা হবে । তবে ডিসেম্বরে নিয়োগ শুরু করা যাবে কি না সে বিষয়টি আদালতের রায়ের উপর নির্ভর করছে । কেননা ২০১৯ সালে যখন মেধা তালিকা প্রকাশ হয় সেই সময় হাইকোর্টে একাধিক মামলা হয়  । তাই আদালতের রায়ের উপরে নিয়োগ প্রক্রিয়া নির্ভর করছে .

           পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন , প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা অফলাইনে শীঘ্রই নেওয়া হবে । শিক্ষক নিয়োগের জন্য ২০১৭ সালে যে আবেদন‌পত্র নেওয়া হয়েছিল তাতে আবেদন করে ছিল প্রায় আড়াই লক্ষ প্রার্থী । কোভিড সংক্রান্ত কারনে এত দিন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি । কিন্তু খুব তাড়াতাড়ি অফলাইনে পরীক্ষা নেওয়া হবে ।